ব্রেকিং নিউজ
Delhi E bus দিল্লিতে চালু হল ইলেকট্রিক বাস
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-01-17 19:14:27
দিল্লিতে পরিবেশ দূষণের প্রতিকারে চালু হল দূষণমুক্ত ইলেকট্রিক বাস, অর্থাৎ ই-বাস। ২০১৮ সালের জুলাইয়ের পরিকল্পনা অবশেষে সফল। হ্যাঁ, সময়টা চার বছর। তবে পরিকল্পনার বাস্তবায়নে খুশি প্রশাসন থেকে জনগণ সকলেই।
সোমবার দিল্লির ইন্দ্রপ্রস্থ ডিপো থেকে চালু করা হল রাজ্যের প্রথম সরকারি ইলেকট্রিক বাস। শব্দদূষণ এবং বায়ুদূষণ প্রতিকারে এই বাসের ভূমিকা অপরিহার্য। সোমবার দুপুরে নতুন বাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। E 44 নামের এই প্রোটোটাইপ ই-বাস জেবিএম অটো লিমিটেডের তৈরি। এই বাস আপাতত প্রগতি ময়দান থেকে আইপি ডিপো পর্যন্ত মোট ২৭ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে। আগামি এপ্রিল মাসের মধ্যে ৩০০ টি ই-বাস দিল্লির রাজপথে চালানো হবে বলে খবর প্রশাসনিক সূত্রে। শুধু তাইই নয়, আগামি কয়েক বছরের মধ্যে বাজারে ই-বাসের সংখ্যা ২০০০ র আশেপাশে হতে পারে বলেও জানা গেছে।
আগামি দিনে করোনার প্রভাবমুক্ত হয়ে জনগণ বাইরে বেরোলে এই বাসগুলির গুরুত্ব বাড়বে বলে মনে করা হচ্ছে। নতুন ধরনের এই বাস এলে বাজার থেকে পুরনো বাসগুলি উঠে যাওয়ার সম্ভাবনাও প্রবল। DTC-র অধীনে ২৩০০ বাসের মধ্যে ১৩০০ ই-বাস বাজারে আনার পরিকল্পনা চলছে, ১০০০ বাস এখনও ক্লাস্টার স্কিমে তৈরি হওয়ার কাজ চলছে।
প্রতিটি বাসের চার্জের জন্য সরকারি তরফে প্রত্যেক বাস ডিপোয় রয়েছে পাম্পিং স্টেশন।
আগামি দিনে ই-বাসের পরিকল্পনা সরকার থেকে কতটা কার্যকর হবে, সে তো পরের কথা। আপাতত নতুন বছরে নতুন ই-বাস পেয়ে খুশিতে ভাসছে রাজধানী।