সোমবার ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি দফতরে হাজিরা দেবেন রাহুল গান্ধি। কেন্দ্রীয় এই সংস্থা তলব করেছে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকেও। কিন্তু রবিবার করোনা সংক্রমণের প্রভাবে শারীরিক জটিলতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন হলেন সনিয়া। দলীয় সূত্রে খবর, তাঁকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কিছুদিন ধরে করোনা আক্রান্ত কংগ্রেস নেত্রী। যে কারণে আপাতত তাঁকে ইডি হাজিরা থেকে রেহাই দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। কিন্তু সংক্রমিত হয়ে জটিলতা বাড়ায় চিকিৎসাধীন হতে হয়েছে তাঁকে। এমনটাই জানিয়েছে কংগ্রেসের একটি সূত্র। যদিও ইডি সূত্রে খবর, ২৩ জুন তাঁকে তলব করা হয়েছে।
দলনেত্রী চিকিৎসাধীন প্রসঙ্গে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা জানান, 'কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবারই তাঁকে ভর্তি করানো হয়। কোভিড সংক্রান্ত জটিলতা হয়েছে। তিনি আপাতত স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।
সার্ভাইক্যাল ক্যানসারে আক্রান্ত সনিয়ার সফল অস্ত্রোপচার হয় নিউ ইয়র্কের একটি ক্যান্সার হাসপাতালে। তার পরে কিছুটা সুস্থ হয়েছিলেন কংগ্রেসের সর্বময় নেত্রী। কিন্তু এই মুহূর্তে তাঁর কোভিড সংক্রান্ত জটিলতা কোমর্বিডিটির লক্ষণ বলেই মনে করছেন চিকিৎসকরা।