যাঁরা জীবিত নয়, তাঁদের অভিযুক্ত করে চাতুরির পরিচয় দিয়েছেন রাণা কাপুর (Rana Kapoor)। ইয়েস ব্যাঙ্ক-কাণ্ডে (Yes Bank Case) এভাবেই সরব হয়ে সব অভিযোগ খারিজ করেছে কংগ্রেস। ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা-কর্ণধার এই মুহূর্তে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে ৫ হাজার কোটি টাকার অর্থ তছরূপের মামলার তদন্তে ইডি (ED)। সেই ইডিকেই জবানবন্দি দিয়েছেন রাণা। আর জবানবন্দিতে তিনি বলেছেন, তাঁকে জোর করিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর থেকে এমএফ হুসেনের ছবি কেনানো হয়েছিল। উদ্যোগ নিয়েছিলেন একদা কেন্দ্রীয় মন্ত্রী মুরলী দেওরা আর পরে দু'কোটি টাকার বিনিময়ে সেই ছবি কেনার জন্য রাণাকে ধন্যবাদ দিয়েছিলেন আহমেদ প্যাটেল।
এবার ইয়েস ব্যাঙ্ক-কাণ্ডে অন্যতম অভিযুক্ত রাণা কাপুরের এই অভিযোগ প্রসঙ্গে কংগ্রেসের মন্তব্য, '৫ হাজার কোটি টাকা তছরূপে অভিযুক্ত একজনের থেকে আপনি এর চেয়ে বেশি আর কী প্রত্যাশা করবেন? উনি চাতুরির সঙ্গে যাঁদের অভিযুক্ত করেছেন, তাঁরা এখন কেউ বেঁচে নেই।'