২৯ মার্চ, ২০২৪

LPG: বছর শুরুতেই ধাক্কা, দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের! বাড়বে রেস্তোরাঁয় খাবার খরচ?
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-01 13:37:14   Share:   

নতুন বছরে বাড়তে পারে রেস্তোরাঁয় খাবার খরচা। অয়েল মার্কেটিং কোম্পানি (OMCs) নতুন বছরের প্রথম দিনে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস (LPG) সিলিন্ডারের দাম বাড়িয়েছে। সারা দেশে এই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২৫ টাকা বেড়েছে। দিল্লি, মুম্বই, পাটনা ও কলকাতা-সহ সব শহরেই গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে।

চার বড় শহরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ভিন্ন। মূলত করের হারের কারণেই বাণিজ্যিক গ্যাসের দাম আলাদা আলাদা হয়। নতুন দাম বৃদ্ধির ফলে দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭৪৪ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭৬৮ টাকা। মুম্বইতে গত মাসে এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১৬৯৬ টাকা। যা বেড়ে হয়েছে ১৭২১ টাকা। অন্যদিকে নয়া দাম বৃদ্ধির ফলে বাণিজ্যিক গ্যাসের দাম কলকাতায় বেড়ে হয়েছে ১৮৭০ টাকা। অন্যদিকে, চেন্নাইতে দাম বেড়ে হয়েছে ১৯৭১ টাকা।

উল্লেখ্য, এই পদক্ষেপের ফলে রেস্তোরাঁ, হোটেল ইত্যাদিতে খাওয়ার খরচ বাড়বে৷ তবে, বাড়িতে রান্নার জন্য যে সিলিন্ডার ব্যবহার করা হয় সেগুলি ১৪.৫ কেজির গ্যাস সিলিন্ডার।  এই গার্হস্থ্য সিলিন্ডারের দাম আগের মতোই রয়েছে।


Follow us on :