LATEST NEWS
28 May, 2023

Mamata Uttar Pradesh: মার্চের শুরুতেই উত্তরপ্রদেশে মমতা, মুখ্যমন্ত্রী ফিরলেই বাজেট অধিবেশন
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০২-১৯ ১৪:১৫:২২   Share:   

১০৮ পুরসভার ভোট গণনার দিনেই ফের উত্তরপ্রদেশ (Uttar Pradesh) যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই তৃণমূল সূত্রে খবর। ২ মার্চ দ্বিতীয় তথা শেষ দফার পুরনির্বাচনের ফল ঘোষণা। সেদিন অখিলেশ যাদবের (Akhilesh Yadav) হয়ে ভোট প্রচার করতে শহর ছাড়তে পারেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এই সফরে ৩ মার্চ সম্ভবত বারাণসীতে প্রচারসভা করবেন মুখ্যমন্ত্রী। এমনটাই ঘাসফুলের রাজ্য নেতৃত্ব সূত্রে খবর।

ঘটনাচক্রে বারাণসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র। চলতি মাসে উত্তরপ্রদেশ সফরের সময় তৃণমূল নেত্রী ঘোষণা করেছিলেন, নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্রে জনসভা করবেন তিনি। ফের উত্তরপ্রদেশ সফরে আসবেন।

Ad code goes here

সেই প্রতিশ্রুতি মোতাবেক মার্চের শুরুতেই মুখ্যমন্ত্রীর উত্তরপ্রদেশ সফরের সম্ভাবনা। এদিকে, ভোটের ফল এবং মুখ্যমন্ত্রীর উত্তরপ্রদেশ সফর। এই দুয়ের মাঝে পড়ে পিছিয়ে গিয়েছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন।

Ad code goes here

বিধানসভা সূত্রে খবর, ৭ মার্চ থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। রাজ্যপাল জগদীপ ধনকরের ভাষণের মাধ্যমে শুরু হতে পারে এই অধিবেশন। ৯ মার্চ রাজ্য বাজেট পেশ হওয়ার সম্ভাবনা। সেই বাজেট এবারও পেশ করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :