শীঘ্রই জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনবে কেন্দ্র। বুধবার রায়পুরে এই ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল। যদিও একই আবেদন সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছে করেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে। এদিন রায়পুরে গরিব কল্যাণ সম্মেলনে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'চিন্তা করবেন না, আইন শীঘ্রই আনা হবে। অন্য বড় সিদ্ধান্তগুলি যখন নেওয়া হয়েছে, তখন এই সিদ্ধান্তও নেওয়া হবে।'
পাশাপাশি এদিন ছত্তিশগড়ের ভূপেশ বাঘেল সরকারকে আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, 'অধিকাংশ কেন্দ্রীয় প্রকল্পের ক্ষেত্রেই লক্ষ্যপূরণ করতে পারেনি রাজ্য সরকার। জল জীবন মিশনে রাজ্যে ২৩ শতাংশ কাজ হয়েছে। সেখানে জাতীয় পর্যায়ে ইতিমধ্যে ৫০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে।' তাঁর দাবি, এই রাজ্যে জলের উৎসের অভাব নেই। কিন্তু প্রকল্পের সঠিক দেখভাল হচ্ছে না বলেই লক্ষ্যপূরণ হচ্ছে না।
এদিকে, চলতি মাসের শুরুতেই অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করেছেন অসমের মুখ্যমন্ত্রী। এরপর একই বিষয়ে সরব হয়েছিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। তবে তিনি প্রধানমন্ত্রীকে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনারও অনুরোধ করেন। পুনের এক জনসভায় রাজ বলেন, 'আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, অবিলম্বে অভিন্ন দেওয়ানি বিধি আনুন। পাশাপাশি জনসংখ্যা নিয়ন্ত্রণে আইনও আনা হোক।'