কেরলের (Kerala) প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চ্যান্ডি-সহ পাঁচ কংগ্রেস নেতার বিরুদ্ধে যৌন নিগ্রহ মামলার তদন্তকারী সংস্থা সিবিআই (CBI Investigation)। সেই তদন্তে গতি আনতে বুধবার ক্লিফ হাউজে অভিযান চালায় সিবিআই। ঘটনাচক্রে তিরুঅনন্তপুরমের ক্লিফ হাউজ মুখ্যমন্ত্রীর সরকারি আবাসন। সেখানেই তথ্য-প্রমাণ জোগাড় করতে অভিযান চালায় সিবিআই। সোলার কেলেঙ্কারি মামলায় মূল অভিযুক্তকে যৌন নিগ্রহে অভিযুক্ত ওমেন চ্যান্ডি-সহ পাঁচ কংগ্রেস নেতা।
তবে রাজ্য সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়েই এই অভিযান চালিয়েছে সিবিআই। এই অভিযানের খবর রাজ্যের বেশিরভাগ বৈদ্যুতিন মাধ্যমে পরিবেশিত হয়েছে। ক্লিফ হাউজেই নাকি মুখ্যমন্ত্রী থাকাকালীন ওই মহিলাকে যৌন নিগ্রহ করেন চ্যান্ডি-সহ ৫ কংগ্রেস নেতা।
গত মাসেই এমএলএ হস্টেলে অভিযান চালায় সিবিআই। সেখানে এই মামলায় অভিযুক্ত পাঁচ কংগ্রেস বিধায়ক যৌন নিগ্রহ করেছিলেন ওই মহিলাকে। তাই নির্যাতিতাকে নিয়েই কিলফ হাউজে অভিযান চালায় সিবিআই। গত বছর কেরলের বাম সরকার এই যৌন নিগ্রহের তদন্তে সিবিআই তদন্তের সুপারিশ করেছে। সোলার-কাণ্ডে অভিযুক্ত সেই মহিলা মোট পাঁচ কংগ্রেস নেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগের আঙুল প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চ্যান্ডি, সাংসদ কেসি বেনুগোপাল, হিবি এদেন, আদুর প্রকাশ এবং প্রাক্তন মন্ত্রী এপি অনিল কুমার এবং এপি আবদুল কুট্টি।
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করেছেন চ্যান্ডি। পাশাপাশি তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী।