কর্নাটকে বড়সড় পথদুর্ঘটনায় দগ্ধ হয়ে মৃত অন্তত ৭ জন, গুরুতর জখম ১৬। গোয়া থেকে হায়দরাবাদগামী বাসের সঙ্গে পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, শুক্রবারের এই ঘটনা কর্নাটকের কালবুর্গি জেলার।
পুলিস সূত্রে জানা গিয়েছে, মাঝপথে একটি পণ্যবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী বাসটি ব্রিজ থেকে নিচে পড়ে যায়। বাসটির জ্বলানির ট্যাঙ্ক ফুটো হয়ে
জ্বলে উঠে আগুন। এতেই পুড়ে মৃত্যু হয় সাতজনের। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ বাসে ৩৫ জনের বেশি যাত্রী ছিলেন। স্থানীয়রা পুলিশ ও দমকলকে খবর দিলে তাঁরা এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন, শুরু হয় উদ্ধারকাজ। যদিও আগুন নিয়ন্ত্রণে আনার আগে বাসটি পুড়ে ছাই হয়ে গিয়েছে।
উল্লেখ্য, চলতি বছর মার্চে কর্নাটকের টুমকুরে একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছিল। ওই ঘটনায় প্রাণ হারান ৮ জন। মৃতদের মধ্যে দু’জন পড়ুয়া ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত যাত্রী বহন এবং গতিবেগ বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারান। যার জেরে যাত্রী-সহ রাস্তার ধারে উলটে যায় বাসটি।