ড্রোনের (Pak Drone) মাধ্যমে অস্ত্র এবং মাদক পাচার আটকাল বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)। মঙ্গলবার মধ্যরাতের এই ঘটনা পঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তের। বিএসএফ-এর এক কর্তা জানান, গুরুদাসপুর (Punjab Border) সেক্টরের পঞ্জগ্রেনে আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় আকাশে ভোঁ ভোঁ শব্দ কানে আসে জওয়ানদের। তখনই শব্দের উৎস সন্ধানে উদ্ধার হয়, পাকিস্তানের দিক থেকে আসা একটি ড্রোন আকাশে ঘুরপাক খাচ্ছে। সন্দেহ হওয়ায় গুলি করে নামানো হয় সেই ড্রোন।
এরপরেই এলাকাজুড়ে তল্লাশি শুরু হলে হলুদ রঙের দুটি প্যাকেটে উদ্ধার হয়েছে। যার ভিতর থেকে মাদক উদ্ধার হয়েছে। সন্দেহ, সেই প্যাকেট ফেলেই যখন পাকিস্তানের দিকে ফিরছিল সেই ড্রোন, তাকে আটকায় বিএসএফ। আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় আড়াই কিমি দূরে এই জোড়া প্যাকেট বাজেয়াপ্ত হয়েছে। যার একটির সঙ্গে পিস্তল মোড়ানো ছিল।
যদিও সন্দেহজনক সেই ড্রোনের কোনও হদিশ এখনও পায়নি বিএসএফ। সেটা কোনও জলাশয়ে ডুবেছে, না কোনওভাবে সীমান্ত পেরিয়ে পাক ভূখণ্ডে গিয়ে পড়েছে? উত্তর খুজতে তদন্ত শুরু করেছে বিএসএফ।