সোমবার মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটের আগে বড়সড় জয় পেল শিন্ডে-ফড়নবিশ শিবির। অধ্যক্ষ নির্বাচনে জয় পেলেন বিজেপি প্রার্থী তথা কোলাবার বিধায়ক রাহুল নভরেকর। তাঁর পক্ষে ভোট পড়েছে ১৬৪টি। রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার বিধায়করা বিজেপি প্রার্থীকেই ভোট দিয়েছেন। তিনি হারান রত্নাগিরির শিবসেনার বিধায়ক রঞ্জন সালভিকে। তাঁর পক্ষে ভোট পড়েছে ১০৭টি।
জানা গিয়েছে, সমাজবাদী পার্টির একজন বিধায়ক ভোটদান থেকে বিরত ছিলেন। এদিন দুপুর ১২টার মধ্যেই স্পষ্ট হয়ে যায় অধ্যক্ষ ভোটের চিত্র। দুপুরের দিকে দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত অধ্যক্ষ রাহুল নভরেকর।
তিনিই সোমবার আস্থা ভোট পরিচালনা করবেন। এদিকে, অধ্যক্ষ নির্বাচনে উদ্ধব শিবির সংখ্যাত্ত্বের বিচারে পিছিয়ে থাকলেও তাঁদের প্রাথী শতাধিক ভোট পাওয়ায় হারের মধ্যেও আশা দেখছেন সঞ্জয় রাউতরা। ইতিমধ্যে একনাথ শিন্ডে-সহ বিক্ষুব্ধ গোষ্ঠীর বিধায়কদের দল থেকে বহিস্কার করেছেন উদ্ধব ঠাকরে। যদিও এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। উদ্ধব ঠাকরে দলে সংখ্যালঘু তাই এই সিদ্ধান্ত অবৈধ। এমনটা দাবি শিন্ডে শিবিরের।