ঘূর্ণিঝড় অশনি (Cyclone Asani) নিয়ে চূড়ান্ত সতর্কতার মধ্যেই ফের অশনিসঙ্কেত ভারত মহাসাগরে। ফের তৈরি হয়েছে করিম নামে এক ঘূর্ণিঝড় (Cylcone Karim)। অশনির লেজ ধরেই এই ঘূর্ণিঝড় এগোবে ভারত উপমহাদেশের (Indian sub-continent) মূল ভূখণ্ডের দিকে। কিন্তু ভারতের উপকূলীয় এলাকায় এই ঘূর্ণিঝড় প্রভাব ফেলবে কিনা, এখনই নিশ্চিত করে বলার সময় নয়। এমনটাই কেন্দ্রীয় হাওয়া অফিসকে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মূলত নাসার আর্থ অবজারভেটরি করিম উৎপত্তিস্থলের এই ছবি ধরেছে।
অর্থাৎ উত্তর ভারত মহাসাগরে অশনি আর দক্ষিণ ভারত মহাসাগরে করিম, এই জোড়াফলায় আগামি এক সপ্তাহ তটস্থ থাকতে হতে পারে দেশের পূর্ব এবং পশ্চিম উপকূলীয় রাজ্যগুলিকে। এমন আশঙ্কার কথা কেন্দ্রীয় হাওয়া অফিসকে জানিয়ে রেখেছে নাসা।
জানা গিয়েছে, বুধবার সন্ধ্যার পর থেকে অশনি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে স্থলভূমিতে অন্ধ্রের কাঁকিনাড়া দিয়ে প্রবেশ করবে। যেহেতু স্থলপথে ঢোকার আগেই এই ঘূর্ণিঝড় নিম্নচাপে পরিণত, তাই অশনি থেকে ক্ষয়ক্ষতি কম হওয়ার আশঙ্কা দেখছেন আবহবিদরা। কিন্তু এই ঘূর্ণিঝড়ের ঠিক পিছনে থাকা করিমকে প্রথম শ্রেণির হারিকেনের আওতায় ফেলা হয়েছে। অর্থাৎ ল্যান্ডফল বা স্থলভাগে প্রবেশের সময় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে সর্বোচ্চ ১৪০ কিমি/ঘণ্টা।
তবে করিমের গতিপথে একাধিক অক্ষরেখা বলয় এবং ঘূর্ণাবর্তের মুখোমুখি হলে কিছুটা শক্তিক্ষয় হবে। নাসা সূত্রে খবর, পশ্চিম অস্ট্রেলিয়ার সাগরের উপর রয়েছে এই ঘূর্ণিঝড়। এই সাইক্লোনের যাত্রাপথে রয়েছে ৬০০ নাগরিক বিশিষ্ট কোকজ আইল্যান্ড। সেই দ্বীপ বা তার আশেপাশে কোথাও এই ঘূর্ণি আছড়ে পড়লে বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে ভারত মহাসাগরের অন্য দেশগুলি। এখন দেখার ভারতীয় উপমহাদেশের মূল ভূখণ্ডের দিকে এই ঝড় এগোয় না সাগরেই সমাধি ঘটে করিমের।