ফের দুর্ঘটনার কবলে ভারতীয় সেনার কপ্টার (Chopper Crash)। কাশ্মীরের বান্দিপোরায় অসুস্থ সেনা জওয়ানদের উদ্ধারে গিয়ে ভেঙে পড়ে সেই কপ্টার। এই ঘটনার সময় কপ্টারে ছিলেন এক পাইলট এবং সহ-পাইলট। দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছে পাইলটের। জখম সহ-পাইলট সেনা হাসপাতালে চিকিৎসাধীন। নিয়ন্ত্রণরেখার (LOC) কাছে গুরেজ সেক্টরের গুজরান নালার কাছে ভেঙে পড়েছে চিতা কপ্টারটি। সেনা কর্তাদের একটি সূত্র উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
জানা গিয়েছে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে বিশেষ উদ্ধারকারী দল পাঠিয়েছিল সেনা। কিন্তু দুর্ঘটনাস্থল এবং তার আশপাশ বরফে ঢাকা থাকায় উদ্ধারকাজে সময় লেগেছে। যতক্ষণে ভেঙে পড়া কপ্টারকে উদ্ধার করা যায়, ততক্ষণে ততক্ষণে মৃত্যু হয়েছে পাইলটের।
সূত্রের খবর, বিএসএফ-র এক জওয়ানকে উদ্ধার করতে গিয়েছিল ওই কপ্টারটি। সেই জওয়ান কর্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তবে তাঁকে উদ্ধারের আগে অবতরণের মুহূর্তে প্রতিকূল পরিস্থিতিতে পড়ে চিতা। প্রাথমিক ভাবে খারাপ আবহাওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।