বর্ষার জল জমার আনন্দ ছোটবেলায় উপভোগ করতেন অনেকেই। স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় হাঁটু সমান জলের মধ্যে দিয়ে বাড়ি ফেরা। বৃষ্টির জল প্রাণভরে উপভোগ করা, সেসব শৈশব পেরিয়ে বাণিজ্যনগরীর মতো ব্যস্ত শহরে বর্তমানে তা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। টানা বৃষ্টিতে জলমগ্ন মুম্বই। জনজীবন হয়ে উঠেছে বিপন্ন। যান চলাচলে ঘটছে ব্যাঘাত। স্বাভাবিক জীবনযাত্রা কার্যত বিধ্বস্ত।
কিন্তু সেই জল জমাকেই উপভোগ করতে দেখা গেল মুম্বইয়ের রাস্তায় এক যুবককে। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক রাস্তার মধ্যে শুয়ে রয়েছেন। আর পাশ দিয়ে যাচ্ছে বাস-ট্যাক্সি-অটো। রাস্তায় বৃষ্টির জল জমে রয়েছে। গাড়ি যেতেই সেই জলে একেবারে সর্বাঙ্গে লাগছে। তাতেই আনন্দ পাচ্ছেন ওই যুবক। নিজ হাতে সেই জল তুলে নিয়ে মাখছেন।
বিক্রান্ত কোশী নামে এক ফেসবুক ব্যবহারকারী এই ভিডিওটি পোস্ট করেন। আর ক্যাপশনে লিখেছেন, 'মলাডে মালদ্বীপের অনুভূতি নিচ্ছেন এই ব্যক্তি'। সঙ্গে কয়েকটি হাসির ইমোজিও ব্যবহার করেছেন।