হরিয়ানা, রাঁচির পর এবার ঘটনাস্থল গুজরাতের বরসাদ। ট্রাকের চাকা পিষে দিল এক পুলিস কনস্টেবলকে। বুধবার ভোরবেলা, ঝাড়খণ্ডের রাঁচিতে নাকা চেকিংয়ের সময় একটি পিকআপ ভ্যান সন্ধ্যা টপনো নামে মহিলা সাব-ইন্সপেক্টরকে পিষে দিয়েছে। সেই ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই ফের পাচার মাফিয়াদের রোষানলে পুলিসকর্মী। পাচার ট্রাক রুখতে গিয়ে গিয়ে কার্যত শহিদ হলেন এক কনস্টেবল।
উল্লেখ্য, বুধবার দুপুর ১টা নাগাদ বরসাদে কর্মরত ছিলেন কনস্টেবল কিরণ রাজ। রাজস্থানের নম্বর প্লেট লাগানো ট্রাকটি দেখে সন্দেহ হয় তাঁর। হাত দেখিয়ে ট্রাককে থামতে বলেন কনস্টেবল কিরণ। ট্রাক থামালে বিপদের মুখে পড়তে হবে বুঝতে পেরে কনস্টেবলের উপর দিয়ে চালিয়ে দেওয়া হয় ট্রাক। চাকায় পিষে ঘটনাস্থলেই মৃত্যু হয় কিরণের।
প্রসঙ্গত, পাথর পাচার রুখতে গিয়ে মঙ্গলবারই মাফিয়াদের রোষের বলি হয়েছিলেন হরিয়নার ডিএসপি সুরেন্দ্র সিং। তাঁকে পিষে দিয়েছিল পাথরবোঝাই ডাম্পার। মঙ্গলবারে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বুধবার ভোরে এবং এদিন দুপুরে মাফিয়াদের হাতে খুন হতে হল রাঁচির মহিলা সাব-ইন্সপেক্টর এবং গুজরাতের কনস্টেবলকে।