বীমার (Insurance) শর্ত অনুযায়ী স্বামী বা স্ত্রী কারোর মৃত্যু (dead) হলে ধার্য করা অর্থ পাবেন অপর নমিনি। আর বীমার সেই অর্থ পেতেই নিজের স্ত্রীকে গুলি করে হত্যা (Murder) করল এক ব্যক্তি। শুধু তাই নয়, ওই ব্যক্তি এ অপরাধ করতে সাহায্য নিয়েছিল ইন্টারনেটের (Internet)। অভিযুক্ত স্বামী বদ্রীপ্রসাদ মীনাকে (Badriprasad Meena) গ্রেফতার (Arrested) করেছে পুলিস। ঘটনাটি মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রাজগড় জেলায়।
পুলিস সূত্রে খবর, পরিকল্পনা করে খুন করেছে ওই ব্যক্তি। অভিযুক্ত, তাঁর ঋণ পরিশোধের সমাধান খুঁজতে ইন্টারনেটে বেশ কিছু ভিডিও দেখেন। কিছু ভিডিও দেখার পর, তিনি প্রথমে তাঁর স্ত্রীকে বীমা করিয়েছিলেন এবং তারপর বীমার অর্থের জন্য তাঁকে হত্যা করেন। ২৬ জুলাই রাত ৯টার দিকে ভোপাল রোডে মনজোড়ের কাছে স্ত্রী পূজাকে গুলি করেন অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় পূজাদেবীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্বামী প্রথমে নিজের কুকর্ম ঢাকতে পুলিসকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু বিষয়টি নজর এড়িয়ে যায়নি পুলিসের। তদন্তে নেমে গ্রেফতার করে স্বামীকে। স্ত্রীকে খুনের পর অভিযুক্ত আবার খুনের অভিযোগে চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন।
তদন্তে জানা গিয়েছে, হত্যার সময় ওই চারজন অপরাধের জায়গায় ছিলেন না। পুলিস বদ্রীপ্রসাদ মীনা ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে। তবে দুই সহযোগী এখনও পলাতক। পুলিস অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে।