ভূস্বর্গে (Kashmir Terrorism) ফের আক্রান্ত কাশ্মীরি পণ্ডিত। কাশ্মীরের বুদগাম জেলায় রাহুল ভাট (Kashmiri Pandit) নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চাদুরা গ্রামের তেহশিলদার অফিসে। গুলিবিদ্ধ এবং গুরুতর জখম অবস্থায় রাহুল ভাটকে স্থানীয় হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, গত কয়েকমাস ধরেই উপত্যকাজুড়ে পরিযায়ী শ্রমিক এবং সংখ্যালঘু নাগরিকরা জঙ্গি হামলার শিকার হয়েছেন। রাহুল ভাটের উপর হামলা তারই নিদর্শন মাত্র। জম্মু-কাশ্মীর পুলিস সূত্রে খবর, যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের অধিকাংশ পরিযায়ী শ্রমিক বা কাজের সন্ধানে উপত্যকায় রয়েছেন। কিংবা কাশ্মীরি পণ্ডিত, যাঁদের মূল বহু যুগ ধরেই কাশ্মীরে বিস্তৃত। গত অক্টোবরে ৫ দিনে ৭ জনকে খুন করে জঙ্গিরা। যাঁদের মধ্যে কাশ্মীরি পণ্ডিত, একজন শিখ এবং দু'জন অনাবাসী হিন্দু রয়েছেন।
এদিকে, উপত্যকায় সেনার গুলিতে নিহত মোস্ট ওয়ান্টেড পাক জঙ্গি হায়দার (Pak terrorist)। তার মৃত্যু জম্মু-কাশ্মীরের সশস্ত্র বাহিনীর (Indian Army) বড় সাফল্য। এমনটাই জানিয়েছে কাশ্মীর পুলিস। জানা গিয়েছে, দক্ষিণ কাশ্মীরের (kashmir) কুলগামে নিরাপত্তাবাহিনীর গুলিতে সাফল্য পেয়েছে যৌথ বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, গত প্রায় দু'বছর ধরে উপত্যকায় সক্রিয় ছিল হায়দার। এর আগেও একাধিকবার তার খবর পেলেও, বাগে আনতে পারেনি বাহিনী।
এই পরিস্থিতিতে রবিবারের সুযোগ হাতছাড়া করেনি সেনাবাহিনী। হায়দার লুকিয়ে আছে খবর পেতেই এলাকা ঘিরে ফেলে যৌথবাহিনী। প্রথম গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। বাহিনীর পাল্টা প্রত্যাঘাতে নিকেশ হয়েছে হায়দার। শুধু হায়দার নয়, এই অভিযানে এনকাউন্টারে মারা গিয়েছে আরও এক লস্কর সদস্য।