সন্ত্রাসবাদে অর্থ জোগানের মামলায় দোষী সাব্যস্ত কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক। এদিন ইয়াসিন মালিকের যাবজ্জীবনের রায় ঘোষণা করল দিল্লির বিশেষ NIA আদালত। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড দাবি করে।
ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অপরাধে, ১২১ ধারায় ইয়াসিনের বিরুদ্ধে সর্বোচ্চ সাজার দাবি জানিয়েছিল এনআইএ। কিন্তু ইয়াসিনের আইনজীবী মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবনের আর্জি জানিয়েছেন বলে সূত্রের খবর।
উল্লেখ্য, ২০১৭ সালে হুরিয়ত নেতা এবং নিষিদ্ধ সংগঠন জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ) প্রধানকে সন্ত্রাসবাদে অর্থ জোগানের মামলায় ইয়াসিনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দি ইয়াসিন মালিক। কড়া নিরাপত্তা বেষ্টণীতে বুধবার বিকেলে পাতিয়ালা হাউস কোর্টে অবস্থিত বিশেষ এনআইএ আদালতে নিয়ে যাওয়া হয় ইয়াসিনকে। এরপর তার সাজার রায় ঘোষণা করা হয়।