২০ এপ্রিল, ২০২৪

Fog: হাড় কাঁপানো শীত উত্তর ভারতে, দোসর কুয়াশা! কী সতর্কবার্তা হাওয়া অফিসের
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-27 12:56:33   Share:   

হাড় কাঁপানো শীত উত্তর ভারতে, তার সঙ্গে দোসর ঘন কুয়াশা। কুয়াশায় মুড়ছে দিল্লি, হরিয়ানা, পঞ্জাব এবং উত্তরাখণ্ড। সঙ্গে বইছে কনকনে ঠান্ডা হাওয়া। বস্তুত, রাজধানী দিল্লিতে মঙ্গলবারই এই মরসুমের শীতলতম দিন বলে জানাচ্ছে হাওয়া অফিস। সেখানে তাপমাত্রা ঘোরাফেরা করছে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কুয়াশা এমনই যে দিনের বেলা এক হাত দূরের রাস্তাও দেখতে সমস্যায় গাড়িচালকরা। দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে গাড়ি।

ইতিমধ্যে শৈত্য প্রবাহের কথা মাথায় রেখে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে জারি কমলা সতর্কতা। আগামী কয়েক দিন এই সতর্কতা জারি থাকবে। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। আইএমডি জানাচ্ছে, আগামী তিন দিন শৈত্যপ্রবাহ চলবে দিল্লি, রাজস্থান, পঞ্জাব এবং হরিয়ানায়। অন্তত ২ দিন এই পরিস্থিতি জারি থাকবে হিমাচলে। ঘন কুয়াশা এবং মেঘলা আকাশ দেখা যাবে আরও কয়েক দিন। কনকনে ঠান্ডার জন্য বিহার, উত্তরপ্রদেশে শীতকালীন ছুটি পড়েছে।

এদিকে কুয়াশার কারণে বিমানের সঙ্গে ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটছে। গড়ে প্রায় তিন-চার ঘন্টা দেরিতে চলছে  দূরপাল্লার ট্রেন।


Follow us on :