স্বামীর মুখে অ্যাসিড ছুড়ে (Acid Attack) মারায় অভিযুক্ত স্ত্রী। দেরি করে বাড়ি ফেরা নিয়ে তাঁদের মধ্য়ে অশান্তি, সেই অশান্তিতে রাগের মাথায় মহিলা, স্বামীর মুখে অ্যাসিড ছুড়ে মারেন। এমন অভিযোগে মহিলাকে গ্রেফতার করেছে পুলিস। কানপুরের (Kanpur Incident) কুপারগঞ্জ এলাকায় আক্রান্ত যুবকের নাম ডাব্বু। শনিবার রাতে বেশ কিছুক্ষণ স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া (Domestic Brawl) চলে। অভিযোগ, সে সময় রাগের মাথায় শৌচালয় থেকে অ্যাসিড বার করে আনেন স্ত্রী পুনম। কেন তাঁর বাড়ি ফিরতে এত রাত হল, স্ত্রীকে প্রশ্ন করেন ডাব্বু। কিন্তু স্বামীকে কৈফিয়ত দিতে রাজি ছিলেন না পুনম।
ফলে অশান্তি জোরালো হয়, শুরু হয় দু'জনের মধ্য়ে বচসা। তার মাঝে বোতল থেকে অ্যাসিড তিনি সোজা ডাব্বুর মুখ লক্ষ্য করে ছুডে় মারেন। আক্রান্ত যুবককে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ধৃত পুনম।
তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। কী নিয়ে তাদের মধ্য়ে ঝামেলা, কেন তিনি আক্রমণ করলেন স্বামীকে, এর পিছনে অন্য কোন আক্রোশ ছিল কি, তা খতিয়ে দেখছে পুলিস। প্রতিবেশিদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিস।