Share this link via
Or copy link
প্রেমিকের (Lover) সঙ্গে পালিয়েছেন স্ত্রী (Wife)। সেই অভিমানে আত্মঘাতী (Suicide) হয়েছেন স্বামী। আর নিজেই সেই আত্মহত্যার ভিডিওটি (Video) করেছেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) আনাকাপাল্লে জেলার নরসিপত্তনমে। মৃতের নাম দুর্গাপ্রসাদ। বয়স ৪০।
পুলিস সূত্রে খবর, ভিডিওতে ওই ব্যক্তি তাঁর মৃত্যুর জন্য তাঁর স্ত্রী লক্ষ্মী, প্রেমিক নবীন ও পুলিসকে দায়ী করেছেন। পুলিস ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে দুর্গাপ্রসাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
ভিডিওতে দুর্গাপ্রসাদ অভিযোগ করেন, বেশ কয়েকমাস আগে তাঁর স্ত্রী লক্ষ্মী এবং নবীন পালিয়ে গিয়েছিলেন। তখনই তিনি পুলিসের কাছে যান অভিযোগ জানাতে। কিন্তু পুলিস তাঁর অভিযোগ নথিভুক্ত করেনি। তিনি আরও বলেন, তাঁর স্ত্রী একটি শপিং মলে কাজ করতেন। সেখানেই নবীনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন লক্ষ্মী। এরপর তাঁরা পালিয়ে যান। কিন্তু পুলিস তাঁদের গ্রেফতার করেনি বলে অভিযোগ করে দুর্গাপ্রসাদ।
যদিও স্থানীয় পুলিস আধিকারিক শ্রীনিবাস রাও তাঁর এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি জানান, দুর্গাপ্রসাদ প্রায় সময় মদ্যপ অবস্থায় থাকতেন। যার জেরে পারিবারিক অশান্তি লেগেই থাকত। এমনকি মদ খাওয়া নিয়ে ঝগড়া-মারমারির কারণে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদও হয়ে যায় দুর্গাপ্রসাদের। এরপর তিনি লক্ষ্মীদেবীকে বিয়ে করেন।
এরপরও তিনি নিজের স্বভাব পাল্টায়নি। লক্ষ্মীদেবী বেশ কয়েকবার থানার দ্বারস্থও হয়েছিলেন। তাঁদের দুজনকে ডেকে বোঝানো হলেও কাজের কাজ কিছু হয়নি। পুলিস আধিকারিক আরও জানান, দুর্গাপ্রসাদ কখনই তাঁর স্ত্রীর নিখোঁজ হওয়ার বিষয়ে কোনও অভিযোগ জানাননি। আদৌ তাঁর স্ত্রী নিখোঁজ কি না, তার কোনও প্রমাণ পুলিসের কাছে নেই বলে জানিয়েছেন তিনি।