কিছুদিন আগেই একনাথ শিন্ডে সহ ১৬ জন বিধায়ককে মহারাষ্ট্রের বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি সীতারাম জিরওয়াল 'অযোগ্যতার' নোটিস দিয়েছিলেন। ডেপুটি স্পিকারের কাছে ওই ১৬ জন বিদ্রোহী নেতার বিধায়ক পদ খারিজের সুপারিশ করেছিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সেই সুপারিশকে সামনে রেখে ওই বিধায়কদের নোটিস পাঠান তিনি। এবার সুপ্রিম কোর্ট পাল্টা জবাব চাইল ডেপুটি স্পিকারের কাছে।
সুপ্রিম কোর্ট ডেপুটি স্পিকারের কাছে জানতে চায়, একনাথ শিন্ডে-সহ ১৬ জন শিবসেনা বিধায়কের বিরুদ্ধে কেন দলবিরোধী কার্যকলাপের অভিযোগে নোটিস পাঠানো হয়েছিল? পাশাপাশি, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জে বি পাড়িয়ালার বেঞ্চ স্পষ্টভাবে ডেপুটি স্পিকারকে জানিয়ে দেয়, আগামী ১১ জুলাই পর্যন্ত দলত্যাগ বিরোধী আইনে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না ওই বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে।
অন্যদিকে, একনাথ শিন্ডের দল সুপ্রিম কোর্টে দাবি করে, প্রাণনাশের ভয়ে বিধানসভায় ডেপুটি স্পিকার নরহরি সীতারাম জিওয়ালের কাজে যেতে পারছেন না শিন্ডে ও দলের নোটিস পাওয়া বিধায়করা। পাশাপাশি, তাঁরা শীর্ষ আদালতে উদ্ধব ঠাকরে সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহারের কথা জানিয়েছেন সোমবার।
উল্লেখ্য, একনাথ শিন্ডে শিবিরের তরফে সুপ্রিম কোর্টে দু’টি আবেদন দায়ের করা হয়েছে। প্রথম আবেদন করেছেন শিন্ডে নিজে। দ্বিতীয়টি তাঁর অনুগামী নেতা ভরত গোগাবলে।