২৮ মার্চ, ২০২৪

Himachal: হিমাচলের পরবর্তী মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং, জানুন কবে শপথগ্রহণ
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-11 09:52:43   Share:   

৬৮ আসনের হিমাচল প্রদেশ বিধানসভায় (Himachal Pradesh) ৪০ আসনে জয় পেয়েছে কংগ্রেস। ২৫ আসনে জিতেছে বিজেপি, ৩টি আসন অন্যদের ঝুলিতে গিয়েছে। ভোট পর্বের পালা চুকিয়ে এবার সরকার গড়ার পালা। জানা গিয়েছে, হিমাচলের নতুন মুখ্যমন্ত্রী (New Chief Minister) সুখবিন্দর সিং সুখু। সে রাজ্যের একদা বিরোধী দলনেতা মুকেশ অগ্নিহোত্রী হবেন সুখবিন্দরের ডেপুটি। হিমাচল কংগ্রেস (Congress) পরিষদীয় দলের বৈঠকের পর একথা জানান ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী প্রবীণ কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল। তিনি জানান, কংগ্রেস হাইকমান্ড সুখুর নামেই সিলমোহর দিয়েছে। রবিবারই শপথ নেবে কংগ্রেসের মন্ত্রিসভা।

রেওয়াজ বজায় রেখে বিজেপিকে সরিয়ে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে এবার হিমাচলে ক্ষমতা দখল করেছে কংগ্রেস। কিন্তু ভোটের পর কংগ্রেসের মধ্যেই বিবাদ শুরু হয় মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে ছিলেন মান্ডির সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভানেত্রী প্রতিভা সিং। ছিলেন বিরোধী দলনেতা মুকেশ অগ্নিহোত্রী এবং সুখু।

নাম বাছাই নিয়ে সমস্যা তৈরি হওয়ায় নির্বাচিত বিধায়করা নিজেদের মধ্যে বৈঠক করে নাম স্থির করার ভার দেয় কংগ্রেস হাইকমান্ডকে। শনিবার সুখুর নামে সিলমোহর দেয় হাইকমান্ড। জানা গিয়েছে, রবিবার সকাল ১১টায় শপথগ্রহণ অনুষ্ঠান।


Follow us on :