২৯ মার্চ, ২০২৪

Madhyapradesh: শিঙারার সঙ্গে প্লেট-চামচ কোথায়? সরাসরি অভিযোগ মুখ্যমন্ত্রীকে
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-07 12:22:58   Share:   

৩০ শে অগাস্ট (August) মধ্যপ্রদেশের ছতরপুর বাস স্ট্যান্ডে প্রাতঃরাশ সারতে এসেছিলেন বংশবাহাদুর। এক পেট খিদে নিয়ে রাকেশ সামোসা দোকানে আসেন বংশ, সেখানেই শুরু হয় গোলমাল। ওই ব্যক্তির অভিযোগ, শিঙাড়া কেনার পর চামচ ও প্লেট চাইতেই দোকান থেকে মানা করে দেওয়া হয়। দোকানের থেকে তাকে বলা হয়, এ সব দেওয়া হয় না। কিন্তু ঘটনা ক্রমেই এগোয় এবং তিনিও ছাড়ার পাত্র নয়। বলেন যে তিনি মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চাইবেন। অনেক বিবাদের পরও চামচ, প্লেট না পেয়ে রাগের মাথায় সোজা ফোনই করে দেন মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে।

ফোন তুলতেই নিজের অভিযোগ নথিভুক্ত করেন বংশবাহাদুর। বলেন, 'আমি একটি অত্যন্ত গুরুতর ঘটনার অভিযোগ জানাচ্ছি। শিঙাড়ার দোকানে কেন প্লেট ও চামচ দেওয়া হবে না বলতে পারবেন? তা হলে খাব কী করে?'

মজার কথা হল যে মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ওই অভিযোগ নথিভুক্তও হয়। কিন্তু খারিজ হয়ে যায় সেই অভিযোগ। কিন্তু ছতরপুর বাস স্ট্যান্ডের ওই শিঙারার দোকানে প্লেট ও চামচ দেওয়া হচ্ছে কি না তা এখনও অজানা।


Follow us on :