সবাইকে সবকিছু জানতে হবে, এমন মাথার দিব্যি দিয়েছে কি কেউ? না জানলেও ক্ষতি তো কিছু নেই। আসলে ওই যে জানার কোনও শেষ নাই। আর তারপরেই হাওয়ায় ঘোরে এই শব্দগুলি, জানার চেষ্টা বৃথা তাই। কিন্তু নেট মাধ্যমে এবার যে খবর সামনে এল, তা দেখে হাসি যে আর থামছে না নেটাগরিকদের।
সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে রীতিমতো শক্ড নেটিজেনরা। এ আবার হয় নাকি? এবার আসল কথায় আসি। ভিডিওতে এক স্কুলপড়ুয়ার জ্ঞানের বহর দেখে অবাক সবাই।
কী ছিল সেই ভিডিওতে? ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, কোনও একটি ক্লাসরুমে এক সাংবাদিক স্কুলছাত্রকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছেন। প্রথমে অবশ্য স্বাভাবিক লাগে ঘটনাটি। স্কুলে খাওয়া-দাওয়া এবং পানীয় জল সম্পর্কে জিজ্ঞাসা করেন ওই সাংবাদিক। পড়ুয়া তার সঠিক জবাবও দেয়। গোল বাধে পরের প্রশ্নে। সাংবাদিকের প্রশ্ন ছিল, ‘টয়লেট’ শব্দের অর্থ কী? আর তার জবাব দিতে গিয়ে সে তো ঘাবড়ে একাকার। সে প্রথমেই বলে, ‘ক্লাস'। ফের প্রশ্ন করলে সে জানায় ‘স্কুল'। 'টয়লেট' শব্দের বিচিত্র মানে শুনেই হতবাক নেটিজেনরা।
প্রসঙ্গত, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় ভিডিওটি। বর্তমানে ভিডিওটিতে লাফিয়ে বাড়ছে লাইক-কমেন্টের বন্যা। কিন্তু নেটাগরিকরা কি একটু ভাববেন, একজন পড়ুয়া খুব চলতি টয়লেট কথার অর্থ জানে না, এটা কেন?