তবে কি পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন ভেঙ্কাইয়া নাইডু? কেন্দ্রীয় মন্ত্রীদের বৈঠক ঘিরে শুরু হয়েছে এমনই গুঞ্জন।
উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এবং রাজনাথ সিং এবং বিজেপি সভাপতি জে পি নাড্ডা মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আগে উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করেন। এরপর থেকেই শুরু হয় গুঞ্জন। শোনা যাচ্ছে, নাইডুকে ক্ষমতাসীন জোট দ্বারা শীর্ষ সাংবিধানিক পদের জন্য বিবেচনা করা হচ্ছে।
রাজনাথ সিং এবং জে পি নাড্ডা রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে বিরোধী সহ বিভিন্ন দলের সঙ্গে কথা বলার জন্য অনুমোদন পেয়েছেন। নাইডুর সঙ্গে বৈঠকটি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। নতুন রাষ্ট্রপতির জন্য বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-এর পছন্দসই প্রার্থীদের সঙ্গে বিজেপির সংসদীয় বোর্ড বৈঠক করছে। সে কারণে নাইডুর সঙ্গে হওয়া বৈঠককে গুরুত্ব দিয়ে দেখছেন সকলে।