LATEST NEWS
29 May, 2023

Lucknow: এবার লখনউয়ের নাম বদলের ভাবনা উপমুখ্যমন্ত্রীর, নতুন কী নাম নিয়ে ভাবনা?
CN Webdesk      শেষ আপডেট: ২০২৩-০২-০৯ ১১:৩১:১৩   Share:   

যোগী সরকারের আমলে উত্তর প্রদেশের (Uttar Pradesh) একাধিক জায়গার নাম বদল হয়েছে। এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ, মোঘলসরাই জংশন হয়েছে দীনদয়াল উপাধ্যায় জংশন। এবার লখনউয়ের (Lucknow) নাম পরিবর্তনের দাবিতে সরব বিজেপি সাংসদ সঙ্গমলাল গুপ্ত। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) এই মর্মে চিঠি দেন বিজেপি সাংসদ। এবার এই নামবদলের বিষয় নিয়ে চিন্তাভাবনার কথা জানান উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকও।

বুধবার একটি প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে যোগ দিতে ভদোহিতে যান ব্রজেশ। সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর একটি মূর্তিও উন্মোচন করেন তিনি। উপমুখ্যমন্ত্রী বলেন, 'সকলেই জানেন, লখনউ লক্ষ্মণের শহর ছিল। নাম বদলের বিষয়টি নিয়ে আলোচনা হবে।' ঘটনাচক্রে, দীর্ঘদিন ধরেই লখনউয়ের নাম বদলে ‘লক্ষ্মণনগরী’ করার দাবি উঠছে উত্তরপ্রদেশে।

Ad code goes here

গত মঙ্গলবারই এ বিষয়ে নিয়ে শাহকে চিঠি দেন প্রতাপগড়়ের সাংসদ সঙ্গমলাল। নাম বদলের পক্ষে তাঁর যুক্তি, ত্রেতা যুগে শহরের নাম লক্ষ্মণপুরই ছিল। ভগবান রাম এই শহরটি ভাই লক্ষ্মণকে উপহার দেন। পরবর্তীকালে নবাব আসাফ-উদ-দৌলা সেই নাম বদলে লখনউ রাখেন।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :