২৯ মার্চ, ২০২৪

Thakur: 'সেন্সর ছাড়পত্র নিয়েই ছবি মুক্তি', বয়কট সংস্কৃতি নিয়ে কেন্দ্রের অবস্থান জানালেন মন্ত্রী
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-28 18:03:51   Share:   

পাকিস্তানী শিল্পীদের (Pakistan Artist) উপর থেকে নিষেধাজ্ঞা উঠবে? মুম্বইয়ে সম্প্রতি কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী (Union Minister) অনুরাগ ঠাকুরকে এই প্রশ্ন করা হয়েছিল। সেভাবে কোনও প্রত্যক্ষ জবাব দেননি মন্ত্রী। এ প্রসঙ্গে উল্লেখ্য, মুম্বইয়ে শুরু হয়েছে সাংহাই সহযোগিতা সংস্থা চলচ্চিত্র উৎসব। এই উৎসবের উদ্বোধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী (Anurag Thakur)। এছাড়াও ছিলেন অক্ষয় কুমার, হেমা মালিনী, টাইগার শ্রফ, পুনম ধিলো প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে চলচ্চিত্র উৎসবে পাকিস্তানের অংশগ্রহণ ও পাকিস্তানি শিল্পীদের প্রসঙ্গ উঠলে কেন্দ্রীয় মন্ত্রী জানান, 'অন্য দেশের মতো পাকিস্তানকেও অংশ নিতে আহ্বান জানানো হয়েছিল, কিন্তু তারা অংশ নেয়নি। যেকোনও বহুদেশীয় উদ্‌যাপনের ক্ষেত্রে সব দেশকেই অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়। অংশ নেওয়া বা না নেওয়া তাদের ব্যাপার। সাংহাই সহযোগিতা সংস্থার সব সদস্যকেই আমাদের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে সবার জন্য দরজা খুলে রেখেছি।'

সেখানেই প্রশ্ন ওঠে তবে কি এবার পাকিস্তানি শিল্পীদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠবে? কেন্দ্রীয় মন্ত্রীর উত্তর, 'আপাতত সাংহাই সহযোগিতা সংস্থা চলচ্চিত্র উৎসব নিয়েই কথা বলা ভাল।' এ প্রসঙ্গে উল্লেখ্য, ২০১৬-র উড়ি সেক্টরে হামলার পর ভারতে পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র।

এই অনুষ্ঠানে বয়কট সংস্কৃতি নিয়েও মুখ খোলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী। অনুরাগ ঠাকুর বলেন, 'সেন্সর বোর্ডের থেকে ছাড়পত্র নিয়েই প্রেক্ষাগৃহে ছবি মুক্তি পায়। এর পরেও কারও কোনও অভিযোগ থাকলে তিনি তা জানাতে পারেন, সেন্সর বোর্ডের সঙ্গে তা নিয়ে আলোচনা করা হবে।’


Follow us on :