মহারাষ্ট্রের পর এবার থানে পুরসভার ক্ষমতা হাতছাড়া হল উদ্ধ্বব ঠাকরের। ওই পুরসভাও এখন একনাথ শিন্ডের দখলে। ৬৭ জন শিবসেনা কাউন্সিলরের ৬৬ জনই যোগ দিয়েছেন মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রীর দলে। এই পুরসভার শিবসেনা কাউন্সিলরকে মহারাষ্ট্রের কর্পোরেটর বলা হয়।
শিন্ডে শিবির দাবি করে, মুম্বই সহ বিভিন্ন পুরসভার আরও কিছু শিবসেনা কর্পোরেটর তাদের গোষ্ঠীতে আগামী দিনে যোগ দিতে চলেছেন। অটো চালক থেকে রাজনীতিতে যোগ দিয়ে আজ মুখ্যমন্ত্রীর আসনে বসে রাজ্য চালাচ্ছেন শিন্ডে।
উল্লেখ্য, শিবসেনার দখলে থাকা পুরসভাগুলির মধ্যে থানে ছিল দ্বিতীয় বৃহত্তম। আর এই থানেই ছিল শিন্ডের রোজগারের অন্যতম জায়গা। বালাসাহেব ঠাকরের ঘনিষ্ঠ শিবসেনা নেতা আনন্দ দীঘের হাত ধরে রাজনীতির ময়দানে প্রবেশ করেছিলেন একনাথ শিন্ডে।
১৯৯৭ সালে থানে পুরসভার নির্বাচনে জিতেই রাজনীতিতে পা দিয়েছিলেন একনাথ শিন্ডে। ২০০৪ সালে প্রথম মহারাষ্ট্র বিধানসভা ভোটেও জেতেন থানেরই কোপরী-পাচরপাখাডী কেন্দ্র থেকে। সেই থেকে টানা চারবারের বিধায়ক তিনি। ফলে ওই শহরে তাঁর রাজনৈতিক প্রভাব কতটা, তা বলাই বাহুল্য।