২৯ মার্চ, ২০২৪

UGC: ২১ বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়ো’ ঘোষণা ইউজিসির, তালিকায় এরাজ্যের দুই বিশ্ববিদ্যালয়
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-26 15:55:30   Share:   

দেশব্যাপী চলতে থাকা ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করল ইউজিসি(UGC)। সেই তালিকায় রয়েছে ২১টি ভুয়ো বিশ্ববিদ্যালয়(university)। পাশাপাশি এই রাজ্যেরও দুটি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো ঘোষণা করল ইউজিসি। এই ভুয়ো দুটি বিশ্ববিদ্যালয় শহর কলকাতার। তার মধ্যে একটি হল চৌরঙ্গির ইন্ডিয়ান ইনস্টিউট অব অল্টারনেটিভ মেডিসিন এবং অন্যটি ঠাকুরপুকুরের ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(university grants council) জানিয়ে দিয়েছে, অনুমোদনহীন এই ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলি পড়ুয়াদের(student) ডিগ্রি বা শংসাপত্র(certificate) দিতে পারবে না।

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে রাজধানী দিল্লির ৮ টি বিশ্ববিদ্যালয় এবং উত্তরপ্রদেশের ৪ টি বিশ্ববিদ্যালয়। পাশাপাশি ওড়িশায় ২ টি এবং অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি, মহারাষ্ট্র, কেরালা ও কর্নাটকে একটি করে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের খোঁজ পেয়েছে ইউজিসি। বৃহস্পতিবার ইউজিসি-র তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলির বিষয়ে পড়ুয়াদের সাবধান করে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এগুলি ইউজিসি স্বীকৃতিহীন প্রতিষ্ঠান, ইউজিসির আইন ভেঙে কাজ করছিল।



Follow us on :