১৯ এপ্রিল, ২০২৪

Tripura: মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে তৎপর পুলিস, নাকা চেকিংয়ে লরি থেকে উদ্ধার কোটি টাকার গাঁজা
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-03 14:54:37   Share:   

মুখ্যমন্ত্রীর (Chief Minister) কড়া নির্দেশের পর গাঁজা পাচারকারীদের (Weed  traffickers) রুখতে আরও তৎপর ত্রিপুরা (Tripura) পুলিস। সম্প্রতি অক্সিজেন সিলিন্ডারের মধ্য দিয়েও গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়েছে অভিযুক্তরা। এবার বাঁশ বোঝাই লরির বাঁশের মধ্যে গাঁজা লুকিয়ে রেখে পাচার করতে গিয়ে পুলিসের হাতে ধরা পড়ল এক লরি চালক। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে।

তেলিয়ামুড়া হাওয়াই বাড়ি নাকা চেকিংয়ে অন্য দিনের মতো এদিনও গাড়ি চেকিং করা হচ্ছিল। সে সময় সন্দেহ হওয়ায় একটি বাঁশ বোঝাই লরিকে আটক করে পুলিস। গাড়ি-সহ চালককে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে পুলিস।

এরপর জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর বিষয়। জিজ্ঞাসাবাদে লরি চালক পুলিসের কাছে স্বীকার করেন বাঁশের আড়ালে গাঁজা রয়েছে। এরপরই তল্লাশি চালাতে গিয়ে চক্ষু চড়কগাছে পুলিসের। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অবৈধ শুকনো গাঁজা। জানা গিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য আনুমানিক এক কোটি টাকা।


Follow us on :