Share this link via
Or copy link
ন্যাশনাল হেরাল্ড মামলায় পরপর তিনদিন রাহুল গান্ধি ইডির জেরার মুখোমুখি হবেন। মঙ্গলবারের পর বুধবারও কংগ্রেস সাংসদকে তলব করেছে ইডি। এদিন আকবর রোডে কংগ্রেসের দলীয় কার্যালয়ের বাইরে রাহুল গান্ধিকে ইডির তলবের প্রতিবাদে বিক্ষোভ-অবস্থান অব্যাহত। প্রতিবাদে চলছে স্লোগান। দলীয় কার্যালয়ের বাইরে ১৪৪ ধারা জারি রয়েছে। মোতায়েন বিশাল পুলিস বাহিনী।
সূত্রের খবর, এদিন সকাল এগারোটায় রাহুল গান্ধিকে তলব করে ইডি। জানা গেছে, তিনি সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। কারণ ন্যাশনাল হেরাল্ড মামলায় যে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, সবরকম সাক্ষ্যপ্রমাণ তাঁর কাছে আছে এবং তিনি ইডির প্রশ্নের উত্তরে সব দাখিল করবেন বলে জানা গেছে।
এখন রাহুল গান্ধির ইডি দফতরে হাজিরা শুধু সময়ের অপেক্ষা।