২০ এপ্রিল, ২০২৪

Tiger: ইউপি-র গ্রামে কাঠ কুড়োতে গিয়ে বাঘের হানা, বেঘোরে প্রাণ দিলেন মহিলা
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-18 12:12:10   Share:   

জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে বাঘের হানায় বেঘোরে প্রাণ দিলেন এক মহিলা। এই ঘটনার পর উত্তর প্রদেশের (Uttar Pardesh) লখিমপুর খেড়ি গ্রামে আতঙ্ক। জানা গিয়েছে, মর্মান্তিক এই ঘটনা লখিমপুর খেড়ির দুধওয়া ব্যাঘ্র সংরক্ষণের অন্তর্গত কিষাণপুর অভয়ারণ্য। পুলিস সূত্রে খবব, মৃতার নাম পার্বতী। বৃহস্পতিবার তিনি গ্রামের অন্যদের সঙ্গে রান্নার জন্য কাঠ (Wood Collector) কুড়োচ্ছিলেন। সেই সময় ঝোপের আড়ালে ছিল বাঘ! কাঠ কুড়োতে কুড়োতে বাঘের (Tiger Attack) খুব কাছে চলে যাওয়ায় তাঁর উপর ঝাঁপ মারে সেই মৃত্যু দূত।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, 'সবাই যখন কাঠ কুড়িয়ে বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, আচমকাই ঝোপের আড়াল থেকে বাঘ লাফ মারে পার্বতীর উপর। কিছু বুঝে ওঠার আগেই তাঁর ঘাড়ে কামড় মেরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পার্বতীর চিৎকারে বাকিরা ঘুরে তাকাতেই দেখেন, বাঘ তাঁকে টানছে। সঙ্গে সঙ্গে তাঁরা বাঘটিকে তাড়িয়ে পার্বতীকে উদ্ধার করার চেষ্টা করেন।' বেশ কিছুক্ষণের চেষ্টায় পার্বতীকে উদ্ধার করেন তাঁর সঙ্গীরা। কিন্তু ততক্ষণে পার্বতী গুরুতর জখম এবং রক্তাক্ত। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়।

কিষাণপুর অভয়ারণ্যের মৈলানির রেঞ্জ অফিসার রাজকুমার শর্মা জানিয়েছেন, বাঘটি ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। তখনই এই ঘটনা।


Follow us on :