ব্রেকিং নিউজ
Madhyapradesh: হরিণ পাচার রুখতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ গেল ৩ পুলিসকর্মীর
HomenationalMadhyapradesh: হরিণ পাচার রুখতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ গেল ৩ পুলিসকর্মীর
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-05-14 16:15:57
মৃত্যুর আগে পর্যন্তও দায়িত্ব পালন করে নজির গড়লেন তিন পুলিসকর্মী (Police)। হরিণ শিকারীদের (Deer Hunters) ছোড়া গুলিতে নিহত (Death) হন ওই তিন পুলিস। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhyapradesh) গুনায় (Guna)। মর্মান্তিক এই ঘটনার পরেই জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Chief Minister Shivraj Singh Chouhan), ডিজিপি (DGP), স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যসচিব–সহ উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা। নিহতদের পরিবারপিছু ১ কোটি টাকা আর্থিক সাহায্য এবং পরিবারের একজনকে সরকারি চাকরির কথা ঘোষণা করেন।
গোপন সূত্রে খবর আসে, কয়েকজন হরিণ পাচার করার পরিকল্পনা করছে। সেই মোতাবেক মধ্যপ্রদেশের গুনার সাগা বারখেদা এলাকায় হানা দেয় অ্যারন থানার পুলিস (Aaron Police Station)। যদিও আগেই খবর পেয়ে গিয়ছিল পাচারকারীরা। ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলেও তারা পুলিসের জালে ধরা পড়ে। এরপরই পুলিসকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে তারা। গুলিবিদ্ধ হয়ে সেখানেই প্রাণ হারান তাঁরা।
উল্লেখ্য, নিহতের মধ্যে আছেন সাব ইনস্পেক্টর (Sub Inspector) রাজকুমার জাতভ, হেড কনস্টেবল (Head Constable) শান্তকুমার মীনা এবং কনস্টেবল (Constable) নীরজ ভার্গব। ঘটনাস্থল থেকে একাধিক কৃষ্ণসার হরিণের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ঘটনায় শোকপ্রকাশ করেন। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিও জানিয়েছেন তিনি।