১৮ এপ্রিল, ২০২৪

Army: বরফপথে টহলদারি গাড়ি পিছলে খাদে, পথ দুর্ঘটনায় কাশ্মীরে শহিদ তিন সেনা জওয়ান
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-11 14:12:58   Share:   

টহলদারিতে বেরিয়ে খাদে পড়ে মৃত্যু তিন সেনা জওয়ানের (India Army)। জওয়ানদের গাড়ি পিছলে গভীর খাদে গিয়ে পড়ায় এই দুর্ঘটনা (Road Accident)। ঘটনা জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) কুপওয়ারা জেলার মাছিল সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছাকাছি। গত বছরেও ডিসেম্বরে সিকিমে জওয়ানদের গাড়ি গভীর খাদে পড়ে ১৬ জনের মৃত্যু হয়েছিল। আবার একই ঘটনার পুনরাবৃত্তি এবার জম্মু-কাশ্মীরে। সেনা সূত্রে খবর, বুধবার সকালে চিনার কোরের এক জন জুনিয়র কমিশনড অফিসার এবং দুই জওয়ান মাছিল সেক্টরের ফরোয়ার্ড এলাকায় গাড়িতে টহল দিচ্ছিলেন। সেই সময়ই আচমকাই জওয়ানদের গাড়ি পিছলে গভীর খাদে পড়ে এই দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিন জওয়ানের।

সেনা সূত্রে আরও জানা গিয়েছে, বুধবারই তিন জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।ইতিমধ্যেই কুপওয়াড়াতে তুষারপাত শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে অনুমান, বরফঢাকা পথে গাড়ির চাকা পিছলে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।


Follow us on :