ব্রেকিং নিউজ
This-time-the-Cabinet-meeting-of-the-Modi-government-is-being-watched
Modi: এবারে নজরে মোদী সরকারের মন্ত্রিপরিষদের বৈঠক

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2023-01-29 14:14:38


নতুন বছরে অর্থাৎ ২০২৩ সালে প্রথমবারের মতো মোদী সরকারের মন্ত্রিপরিষদের বৈঠক। রবিবারের এই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং প্রতিমন্ত্রীরা অংশ নেবেন বলে জানা গিয়েছে। মোদী (PM Narendra Modi) সরকারের মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট ২.০-এর আগে এই বৈঠককে বাজেট অধিবেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বলে রাখা ভাল, এবার সংসদের বাজেট অধিবেশন ৩১ শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১লা ফেব্রুয়ারি সংসদে ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করবেন। সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছিলেন বাজেট পেশ চলবে ৬ এপ্রিল পর্যন্ত।

শোনা গিয়েছে, বাজেট অধিবেশন নিয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মন্ত্রীদের কিছু নির্দেশও দিতে পারেন। প্রধানমন্ত্রী চান, বাজেট পেশের পর তাঁর মন্ত্রীরা যেন সরকারের সর্বোচ্চ জনকল্যাণমূলক পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দেন। দেশকে দেওয়া জি-টোয়েন্টির সভাপতিত্ব সংক্রান্ত কর্মসূচি নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন