Share this link via
Or copy link
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি (Independence day) উদযাপন গোটা দেশ জুড়ে। আমরা আজ স্বাধীন দেশের নাগরিক (citizen)। তাই বলে কি আমরা আইন নিজেদের হাতে তুলে নিতে পারি? আইন কি আমাদের সেই স্বাধীনতা দিয়েছে? বোধহয় না। তবুও কখনও কখনও সাধারণ মানুষ নিজেদের হাতে আইন তুলে নেন। যেমন আইন নিজের হাতে তুলে নিলেন নয়ডার এক মহিলা।
ঠিক কী হয়েছিল? এক টোটোচালককে (toto driver) দাঁড় করিয়ে টানা ১৭ টি চড় মারলেন অভিযুক্ত ওই মহিলা। এই খবরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় (social media) ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই টোটোচালকের জামার কলার ধরে রয়েছেন এক মহিলা। কিন্ত কেন?
কলার ধরে রীতিমতো মুখে শাসিয়ে যাচ্ছেন টোটোচালককে। একের পর এক চড় মারছেন ওই ব্যক্তির গালে। অভিযোগ, টোটোচালককে ৯০ সেকেন্ডে ১৭টি চড় কষিয়েছেন ওই মহিলা। এই দৃশ্য দেখে মহিলার শাস্তির দাবিতে সরব হয়েছেন নেটাগরিকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের নয়ডার সেক্টর ১১০-এ।
পুলিস সূত্রে জানা গিয়েছে, টোটোচালককে মারধরে অভিযুক্ত মহিলার নাম কিরণ সিং। তিনি নয়ডার বাসিন্দা। তবে তাঁর আদি বাড়ি আগ্রায়। জানা গিয়েছে, নয়ডার সেক্টর ১১০-এর একটি বাজারের সামনে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ওই মহিলা। সে সময় তাঁর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে ওই ব্যক্তির টোটোর। যদিও পুলিস জানিয়েছে খুব সামান্যই ধাক্কা লাগে গাড়িতে। গাড়ি তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। এরফলেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই মহিলা। ধাক্কার পরই নিজের গাড়ি থেকে নেমে জামার কলার ধরে টোটো থেকে নামান চালককে। তারপরই তাঁকে গালি দেওয়ার পাশাপাশি একের পর এক চড় মারেন বলে অভিযোগ। এমনকি টোটোচালকের পকেট থেকে জোর করে টাকা তুলে নিতেও দেখা গিয়েছে ওই মহিলাকে। (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন পোর্টাল)
Incident from NOIDA: A WOMAN slapped a poor e-rickshaw driver.
17 slaps in less than 90 seconds, she constantly kept abusing the poor e-rickshaw wala. #PurushAayog demands strict action against the woman for taking law in her hand !!@noidapolice#DomesticViolenceOnMen pic.twitter.com/u2VbarbNW9Ad code goes here— Barkha Trehan 🇮🇳 / बरखा त्रेहन (@barkhatrehan16) August 13, 2022
ঘটনার পর ওই মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন টোটোচালক। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে নয়ডার পুলিস।
थाना फेस-2 पुलिस द्वारा ई-रिक्शा चालक के साथ मारपीट करने वाली महिला अभियुक्ता गिरफ्तार। pic.twitter.com/wyNTeEZl9G
Ad code goes here— POLICE COMMISSIONERATE GAUTAM BUDDH NAGAR (@noidapolice) August 13, 2022