ব্রেকিং নিউজ
Ahmedabad: ছাত্রীর পা ধরে ক্ষমা চাইছেন অধ্যক্ষা! ভাইরাল ভিডিও
HomenationalAhmedabad: ছাত্রীর পা ধরে ক্ষমা চাইছেন অধ্যক্ষা! ভাইরাল ভিডিও
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-05-14 18:14:34
ছাত্রীর পা ধরে ক্ষমা চাইলেন অধ্যক্ষা (principal)। আবার হাত জোড় করতেও দেখা গেল অধ্যক্ষা এবং সেখানে উপস্থিত অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের (Teacher)। সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social media) ঘুরপাক খাচ্ছে। নেটাগরিকরা এমন দৃশ্য দেখে কার্যত অবাক। ঘটনাটি ঘটেছে আমেদাবাদের (Ahmedabad) এসএএল ডিপ্লোমা কলেজে (SAL Diploma College)।
ভিডিওতে দেখা যাচ্ছে, ওই কলেজের একটি ছাত্রী দাঁড়িয়ে রয়েছে অধ্যক্ষার পিছনে। আর ঘরের মধ্যে আরও অনেকে উপস্থিত রয়েছেন। তর্কবিতর্ক চলছে, তা ভিডিও থেকে স্পষ্ট। ঝামেলা চলাকালীনই চেয়ারে বসে থাকা অধ্যক্ষা নত হয়ে ওই ছাত্রীকে প্রণাম করলেন এবং তাঁর পা ছুঁলেন। যদিও ভিডিওটির (Viral Video) সত্যতা যাচাই করেনি সিএন পোর্টাল (CN Portal)।
জানা গিয়েছে, দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর কলেজে হাজিরা অনেক কম ছিল। যা নিয়ে সমস্যার সূত্রপাত হয়। অভিযোগ, গত বৃস্পতিবার ছাত্রীর হয়ে কথা বলতে এবিভিপি (ABVP) নেতা অক্ষত জায়সবাল অধ্যক্ষা মণিকা স্বামীর অফিসে ঢোকেন। তখনই কথা কাটাকাটির মধ্যে এই ঘটনা ঘটে। অধ্যক্ষা জানিয়েছেন, তাঁকে ছাত্রীর পায়ে পড়তে বাধ্য করা হয়েছে। যদিও পরে এবিভিপির শীর্ষ নেতারা এসে এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন।