সোনার গয়নায় নিজেকে সাজাতে ভালোবাসে না, এমন মহিলা আছে কি? যে কোনও সামাজিক অনুষ্ঠানে বা ব্যবহারিক জীবনে কম ওজনের সোনার গয়না অনেকেরই পছন্দের। কিন্তু যে হারে সোনার দাম বাড়ছে, তাতে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। এবার সপ্তাহের শেষ দিনে অর্থাত শনিবার ভারতীয় বাজারে বাড়ল সোনার দাম। গত এক মাসে এদিন সর্বোচ্চ হল সোনার দাম।
১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৬০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৬৫০ টাকা।
কলকাতায় সোনার দাম
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম)-এর দাম ৪,৮৩৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম)-এর দাম ৩৮,৬৮০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম)-এর দাম ৪৮,৩৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম)-এর দাম ৪,৮৩,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম)-এর দাম ৫,২৭৫ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮গ্রাম)-এর দাম ৪২,২০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০গ্রাম)-এর দাম ৫২,৭৫০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০গ্রাম)-এর দাম ৫,২৭,৫০০ টাকা
অন্যদিকে সোনার দামের পাশাপাশি বেড়েছে রুপোর দামও। শনিবার এক কেজি রুপোর বাটের দাম বাড়ল ১০০০ টাকা।
১ কেজি রুপোর বাটের দাম হল ৬,২০০ টাকা
পাশাপাশি বিশ্ব বাজারেও বেড়েছে সোনার দাম। এক ট্রয় আউন্স সোনার দাম ১,৮৭১,৪৬ মার্কিন ডলার।