ব্রেকিং নিউজ
The-old-house-collapsed-in-the-blink-of-an-eye-The-rat-saved-the-lives-of-5-people-in-the-family
Rajasthan: চোখের নিমেষে ভেঙে পড়ল পুরোনো বাড়ি! পরিবারের ৫ জনের প্রাণ বাঁচাল ইঁদুর

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2023-01-30 12:03:41


ইঁদুরের (Rat) জন্য প্রাণ রক্ষা একই পরিবারের পাঁচ জনের। শুনে ভাবতেই পারেন, ইঁদুর কীভাবে মানুষের প্রাণ বাঁচাল। এও কি সম্ভব? সাধারণত ইঁদুরের উৎপাতে অতিষ্ট হয়ে ওঠেন সকলে। ইঁদুর ধরার জন্য নানাধরনের ফাঁদও পাতেন। কিন্তু সেই ইঁদুরের তাণ্ডবে মরতে মরতে বেঁচে যাবেন তা হয়তো কল্পনাও করতে পারেননি রাজস্থানের (Rajasthan) ধৌলপুর জেলার সিকরৌদা গ্রামের বাসিন্দা ওমপ্রকাশ ও তাঁর পরিবার।

জানা গিয়েছে, যে বাড়িতে তাঁরা থাকতেন তা বহু পুরনো। শনিবার রাতে ওমপ্রকাশ বাড়ির দোতলার একটি ঘরে একা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ইঁদুরের খুটখাট আওয়াজে ঘুম ভেঙে যায়। কোথায় রয়েছে ইঁদুর খুঁজতে শুরু করেন ঘুম থেকে উঠে। তখনই আচমকা বাড়ির দেওয়াল থেকে মাটি খসে পড়ার আওয়াজ পান ওমপ্রকাশ। বুঝতে পারেন বড়সড় বিপদ ঘটতে চলেছে।

তড়িঘড়ি দৌড়ে নিচে নেমে যান। বাড়ির সকলকে ঘুম থেকে ডেকে তোলেন। এরপর সোজা সকলকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যান। বাড়ির বাইরে বেরোতেই দোতলা বাড়ির একাংশ হুড়মুড়িয়ে চোখের সামনে ভেঙে পড়ে। নিমেষের মধ্যে ধ্বংস হয়ে যায়। ভয়ে শিউরে ওঠেন তাঁরা।

ওমপ্রকাশ বলেন, “ভাগ্যিস ইঁদুরের উৎপাতে ঘুম ভেঙে গিয়েছিল। না হলে চাপা পড়ে মৃত্যু হত আমাদের। ইঁদুরের জন্যই আমরা প্রাণে বাঁচলাম। এখনও বিষয়টি ভাবলে শিউরে উঠছি।” 






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন