১৮ এপ্রিল, ২০২৪

Wrestler: কুস্তিগিরদের পাশে দাঁড়ালেন ৮৩র বিশ্বকাপ জয়ী সদস্যরা
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-02 19:53:05   Share:   

এবার কুস্তিগিরদের (wrestler) পাশে দাঁড়ালেন ১৯৮৩ বিশ্বকাপ (World Cup) জয়ী টিমের সদস্যরা। কপিল দেব (Kapil Dev), সুনীল গাভাসকর ও বর্তমান বোর্ড সভাপতি রজার বিনি। কুস্তিগিররা ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলেছেন কুস্তিগিররা। এই নিয়ে গত কয়েকমাস ধরেই উত্তাল রাজধানী। ক্রিকেটাররা কেন পাশে নেই, তা নিয়ে প্রশ্নও তুলেছেন কুস্তিগিররা। এবার এগিয়ে এলেন প্রাক্তন বিশ্বকাপজয়ীরা।

৮৩ দলের ক্রিকেটাররা বিবৃতিতে জানিয়েছে, 'এই ঘটনায় আমরা খুবই হতাশ। মহিলা কুস্তিগিরদের টেনে-হিঁচড়ে নামানো হয়েছে। গঙ্গায় পদক বিসর্জনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কত বছরের পরিশ্রম জড়িয়ে থাকে ওই পদকে। এটা শুরু ওদের পদক নয়, দেশেরও সম্মান। আশা করি, ওদের দাবি শোনা হবে ও তাড়াতাড়ি বিচার হবে। দেশের আইনের উপর ভরসা রাখুক তাঁরা।'

মঙ্গলবার অলিম্পিক্স পদকজয়ী, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা হরিদ্বার গিয়েছিলেন। গঙ্গায় পদক ভাসিয়ে দেবেন, বলে জানিয়েছেন। শেষ পর্যন্ত গঙ্গায় পদক না ভাসিয়ে কুস্তিগিররা কেন্দ্রকে পাঁচদিনের সময়সীমা দিয়েছেন।


Follow us on :