২৯ মার্চ, ২০২৪

Modi: পিএমও দফতরের কর্মীদের ছোট্ট মেয়েরা প্রধানমন্ত্রীকে রাখি পরাল, শুভেচ্ছা জানালেন মোদী
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-11 16:07:09   Share:   

রাখি বন্ধন অর্থাত্ সৌভ্রাতৃত্বের বন্ধন। আজ রাখি বন্ধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাসভবনে কর্মরত কর্মচারীদের মেয়েরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে বেঁধে দিলেন রাখি। বৃহস্পতিবার সকালেই দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। নিজের দফতরের কর্মীদের মেয়েদের হাতে রাখি পরেন মোদি। পিএমও সূত্রে জানা গেছে, ঝাড়ুদার, পিওন, বাগানের মালি, ড্রাইভারসহ বিভিন্ন স্তরের কর্মীদের মেয়েদের কাছ থেকে আজ রাখি পরেছেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, ১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের ডাক দিয়েছিলেন। সম্প্রীতির বন্ধনে একতার প্রতীক হিসাবে রাখি বন্ধন উৎসব পালন ছিল কবিগুরুর মূল লক্ষ্য।

সেই ট্র্যাডিশন আজও চলছে। আজ এই দিনে বোনেরা তার ভাইয়েদের হাতে রাখি পরিয়ে শুভ কামনা জানিয়ে থাকেন। সঙ্গে চলে মিষ্টিমুখ ও দেদার আনন্দ।


Follow us on :