১৯ এপ্রিল, ২০২৪

Jammu-Kashmir: জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল ভূস্বর্গ, আতঙ্কে এলাকাবাসী
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-25 09:55:51   Share:   

জোড়া ভূমিকম্পে (earthquake) কেঁপে উঠল জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir)। বুধবার গভীর রাতে ৪.১ ও ৩.২ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে ভূস্বর্গে। তবে এখনও অবধি কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির (no damage) খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার অব সিসমোলজির রিপোর্ট অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জম্মু কাটরা এলাকার ৬২ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ট থেকে ৫ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল।

উল্লেখ্য, মঙ্গলবার ছয়টি ভূমিকম্পে জম্মু ও কাশ্মীরকে কেঁপে উঠলেও সেখানে কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির হয়নি বলেই কর্মকর্তারা জানিয়েছেন। জম্মু ও কাশ্মীরের কাটরা, ডোডা, উধমপুর এবং কিশতওয়ার জেলায় ভূমিকম্প আঘাত হেনেছে। বারবার ভূমিকম্প হওয়ায় আতঙ্কিত এলাকাবাসী।


Follow us on :