LATEST NEWS
29 May, 2023

Accident: চলন্ত বাসে হৃদরোগে আক্রান্ত চালক, বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু সাইকেল আরোহীর
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-১২-২০ ১৩:৩২:৪৭   Share:   

হার্ট অ্যাটাকের (Heart Attack) ঘটনা আজকাল প্রায়শই ঘটছে। শুধু বয়স্করাই নয়, তরুণদেরও হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর শোনা যাচ্ছে। ধরুন আপনি বাসে যাতায়াত করছেন। আর সেই বাসের চালক (Bus Driver) বাস চালাতে চালাতেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলেন। তখন কী হবে ভাবুন তো? এরকমই ঘটনার সাক্ষী থাকল তামিলনাড়ুর (Tamil Nadu) একটি বাসের যাত্রীরা। যাত্রীবোঝাই বাসের চালকের হার্ট অ্যাটাক হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে এক সাইকেল আরোহীকে। বাসের চাকায় পিষে ঘটনাস্থলেই মৃত্যু (Death) হয় তাঁর।

প্রত্যক্ষদরর্শীরা জানিয়েছেন, ওই বাস কেবল সাইকেল আরোহীকে নয়, আরও একাধিক গাড়িকে ধাক্কা মারে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পর পর ৫টি মোটরসাইকেলেও ধাক্কা দেয়। জানা গিয়েছে, বাসটি বেঙ্গালুরু থেকে মাথুর হয়ে তিরুবন্নমালাইয়ের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় বাসে ২০ জন যাত্রী ছিলেন। যদিও তাঁরা সকলেই সুস্থ রয়েছেন। কেউ আহত হননি।

Ad code goes here

পুলিস সূত্রে খবর, ওই বাস চালকের নাম কে পালানি, বয়স ৫৬ বছর। মৃত সাইকেল আরোহী কমলনাথন (৬৫)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথুর থানার পুলিস। চালককে উদ্ধার করে দ্রুত স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই ভর্তি রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, বাস চালক হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তিনি কিছুটা স্থিতিশীল।

Ad code goes here

উল্লেখ্য, বাস চালক হৃদরোগে আক্রান্ত হওয়ার পরও সজ্ঞান অবস্থায় দুর্ঘটনা যাতে না ঘটে, তা আপ্রাণ চেষ্টা করেছেন। যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :