অসমে বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী, চার শিশু সহ ১২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ বহু মানুষ। চলতি বছরে অসমে বন্যা পরিস্থিতি ও ধসের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০০। ৫৪ লক্ষেরও বেশি মানুষ বিপর্যস্ত। ৩২টি জেলার ৪ হাজার ৯৪১টি গ্রাম বিধ্বস্ত।
বুধবার চিরাং জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় দমকল ও জরুরি পরিষেবার কর্মীরা কাজ শুরু করেন। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে মোট ৮৪৫টি ত্রাণ শিবির খোলা হয়েছে। ১০২৫টি ত্রাণ বিতরণ কেন্দ্রেরও ব্যবস্থা করা হয়েছে। ২.৭১ লাখেরও বেশি মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। হোজাই জেলা থেকে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কামরূপে ২ জন এবং বারপেটা ও নলবাড়িতে ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। বন্যা পরিস্থিতিতে ৯৯ হাজার ২৬ হেক্টরেরও বেশি ফসলের ক্ষতি হয়েছে। কপিলি, ব্রহ্মপুত্র নদের জল বিপদসীমার উপর দিয়ে বইছে।
সেনাবাহিনীর পাশাপাশি রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অসম পুলিসের ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস ত্রাণ ও উদ্ধার কাজে তত্পর। প্রত্যন্ত বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।