২৯ মার্চ, ২০২৪

Corona India: ফের ঊর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ, একদিনে সংক্রমিত ২ হাজারের বেশি
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-12 11:40:53   Share:   

উৎসবের মরশুম এখনও পুরোপুরি শেষ হয়নি। কিছুদিন নিম্নমুখী থাকার পর করোনা (Coronavirus) সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। আবার ভয় ধরাচ্ছে কোভিড গ্রাফ (Covid Graph)। সংক্রমিতের সংখ্যা ২ হাজারের থেকে সামান্য বেশি। স্বস্তি সুস্থতার হারের ক্ষেত্রে।

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Covid-19) সংক্রমিত হয়েছেন ১ হাজার ৯৫৭ জন। যা সোমবার ছিল ২ হাজার ৪২৪ জন। সংক্রমণ নিম্নমুখী তা স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, দেশের সক্রিয় রোগীর সংখ্যা ২৭ হাজার ৩৭৪ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ৬০ হাজার ১৯৮ জন করোনামুক্ত হয়েছেন।

রিপোর্ট অনুযায়ী, বর্তমানে সুস্থতার হার (Recovery Rate) ৯৮.৭৫ শতাংশ। দৈনিক পজিটিভিটি রেট ০.৭১ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ১.২১ শতাংশ। দেশে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৯ কোটি ০৪ লক্ষের বেশি। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই টিকার ৫,০৩,৫৭৫ ডোজ পেয়েছেন দেশবাসী।


Follow us on :