১৯ এপ্রিল, ২০২৪

Corona: নিম্নমুখী দেশের দৈনিক সংক্রমণ, তবে বাড়ছে অ্যাকটিভ কেসের সংখ্যা
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-16 14:15:16   Share:   

আর কয়েকদিনের অপেক্ষা। এরপরই  দীপাবলির আনন্দে মেতে উঠতে চলেছে চলেছে দেশবাসী। তবে দেশের দৈনিক করোনা (Coronavirus) সংক্রমণ ভয় ধরাচ্ছে। যদিও সংক্রমণ (Covid-19) কিছুটা কমেছে। তবে ঊর্ধ্বমুখী দেশের অ্যাকটিভ কেস (Active Case)। অন্যদিকে, বাংলাতেও গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা সামান্য বেড়েছে।

রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Covid-19) সংক্রমিত হয়েছেন ২ হাজার ৪০১ জন। যা শনিবার ছিল ২ হাজার ৪৩০ জন। সংক্রমণ  কিছুটা নিম্নমুখী হলেও এখনই স্বস্তি নেই। রিপোর্ট অনুযায়ী, দেশের সক্রিয় রোগীর সংখ্যা ২৬ হাজার ৬২৫ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ৭৩ হাজার ৮ জন করোনামুক্ত হয়েছেন।

রিপোর্ট অনুযায়ী, বর্তমানে সুস্থতার হার (Recovery Rate) ৯৮.৭৬ শতাংশ।  ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২১ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৮৯৫ জন। দেশে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৯ কোটি ৩২ লক্ষের বেশি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫ লক্ষ টিকাকরণ হয়েছে। করোনা পরীক্ষা হয়েছে ২ লক্ষ ৩১ হাজারের বেশি মানুষের।


Follow us on :