পাকিস্তানের পঞ্জাব-সিন্ধু সীমান্তের কাছে সিন্ধু নদীতে নৌকাডুবি। সোমবারের এই দুর্ঘটনায় একদল বিয়েবাড়ির যাত্রীর অন্তত ১৯ জন মহিলা ডুবে প্রাণ হারিয়েছেন।
আধিকারিকরা জানিয়েছেন, রহিম ইয়ার খান থেকে আনুমানিক ৬৫ কিলোমিটার দূরে মাচকায় এক গোষ্ঠীর ১০০ জন লোক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। তখনই ঘটে যায় এই দুর্ঘটনা। অন্যান্য সদস্যদের খুঁজে বের করার জন্য অনুসন্ধান চলছে।
রহিম ইয়ার খানের জেলা প্রশাসক সৈয়দ মুসা রেজা গণমাধ্যমকে জানান, বিশেষজ্ঞ সাঁতারু, পাঁচটি অ্যাম্বুলেন্স এবং একটি ওয়াটার রেসকিউ ভ্যানসহ প্রায় ৩০ জন কর্মী উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। উদ্ধারকার্যে নেমে ১৯ জন মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে ইতিমধ্যেই। ওভারলোডিং ও জলের প্রবাহের কারণে এই ঘটনা ঘটেছে। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেই জানিয়েছেন জেলা প্রশাসক।
বিয়োবাড়ির ১০০ জনের এই দলটি পঞ্জাবের রাজনপুর থেকে মাচকায় ফেরার সময় এই ঘটনা ঘটে। শোকপ্রকাশ করে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।