LATEST NEWS
28 May, 2023

Eknath: মার্সিডিজকে পিছিয়ে দিল অটোরিকশ, উদ্ধবকে কটাক্ষ একনাথের
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৭-০৬ ১২:৫৮:১১   Share:   

একদা সতীর্থ হলে কী হবে, এখন তাঁকে সরিয়েই ক্ষমতার শীর্ষে বসেছেন একনাথ শিন্ডে। কিন্তু পারস্পরিক রেষারেষি যে এখনও যায়নি, তার প্রমাণ মিলল ফের। ইতিহাস বলছে, বর্তমানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্শিতে বসা একনাথ এক সময় অটোরিকশ চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাই উদ্ধবকে কটাক্ষ করতে তিনি ব্যবহার করেছেন তাঁর পুরনো দিনের সঙ্গী সেই অটোরিকশকেই। বলেছেন, অটোরিকশ পিছনে ফেলে দিল মার্সিডিজ গাড়িকে। মারাঠি ভাষায় ট্যুইট করে তিনি লিখেছেন, এটা সম্ভব হয়েছে, তার একটাই কারণ। তা হল এই সরকার হল সাধারণ মানুষের সরকার।

উল্লেখ্য, এর আগে একনাথ শিন্ডে যখন বিদ্রোহীদের নিয়ে গুয়াহাটির হোটেলে ঘাঁটি গেড়েছিলেন, সেই সময় শিবসেনার পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছিল অটোরিকশ ড্রাইভার বলে। মঙ্গলবারের ট্যুইট সেই কটাক্ষের জবাব বলেই মনে করা হচ্ছে।

Ad code goes here

উল্লেখ্য, হাইকোর্টের রায়ের পরই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন উদ্ধব ঠাকরে। তারপর বিধানসভায় আস্থা ভোট ছাড়াই গত ৩০ জুন মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন একনাথ শিন্ডে। উদ্ধব তাঁর পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য রাজভবনে গিয়েছিলেন মার্সিডিজ গাড়িতে চড়ে।

Ad code goes here

উল্লেখ্য, এর আগে উদ্ধবের ছেলে আদিত্য ঠাকরেকে মার্জিডিজ বেবি বলে কটাক্ষ করেছিলেন বর্তমানে উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।    

Ad code goes here


Ad code goes here

Ad code goes here

Follow us on :