ভূস্বর্গে (Jammu-Kashmir) আবারও সন্ত্রাস দমন (Countering terrorism ) অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। অমরনাথ যাত্রায় (Amarnath Yatra) হামলার ছক বানচাল করল কর্তব্যে থাকা সেনারা। জম্মু ও কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে খতম লস্কর-ই-তইবার(Lashkar-e-Toibar ) দুই জঙ্গি। এমনটাই খবর জম্মু ও কাশ্মীর পুলিসের আইজিপি (IGP) বিজয় কুমার সূত্রে।
মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের (South Kashmir) অনন্তনাগ জেলার ডোরু এলাকায় জঙ্গিদের একটি ডেরার সন্ধান পায় নিরাপত্তাবাহিনী। তারপরই পরিকল্পনামাফিক সেনাবাহিনী, আধাসেনা ও পুলিসের একটি যৌথবাহিনী এলাকাটিকে ঘিরে ফেলে। সেখান থেকে পালানো সম্ভব নয় বুঝে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। সংঘর্ষে লস্করের দুই জঙ্গি নিকেশ হয়। সেই ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একে-৪৭ সহ প্রচুর আগ্নেয়াস্ত্র। নিহত দুই জঙ্গির নাম হুসেন ভাট ও সুহেল আহমেদ লোন।
উল্লেখ্য, ৩০ শে জুন থেকে শুরু হওয়ার কথা অমরনাথ যাত্রা (Amarnath Yatra)। কাশ্মীর পুলিস জানিয়েছে, যেখানে এনকাউন্টার হয় সেখান থেকে জাতীয় সড়ক কাছাকাছি রয়েছে। ফলে নিকেশ হওয়া জঙ্গিরা অমরনাথ যাত্রায় হামলার ছক কষেছিল। গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। তল্লাশি অভিযান চলছে।
প্রসঙ্গত, রবিবার দক্ষিণ কাশ্মীরের কুলগামে (Kulgram) এনকাউন্টারে নিহত হয়েছিল দুই জঙ্গি। সেই নিকেশ দুই সন্ত্রাসবাদীও পাক মদতপুষ্ট লস্কর-এ-তইবা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। নিহত এক জঙ্গি কুলগামের বাসিন্দা শাহবাজ শাহ এবং অন্যজন পাকিস্তানের নাগরিক হায়দার।