ব্রেকিং নিউজ
The-accused-ASI-of-Killing-Odisha-Minister-was-mentally-unstable-said-Police-report
Odisha: পুলিসকর্মীর গুলিতে নিহত স্বাস্থ্যমন্ত্রী, অভিযুক্ত এএসআই 'মানসিক ভারসাম্যহীন'!

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2023-01-30 15:18:41


ওডিশার (Odisha) স্বাস্থ্যমন্ত্রী (Health Minister) তথা বিজেডি নেতা নবকিশোর দাসের (Naba Kishore Das) মৃত্যুতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। রবিবার বুকে গুলি লেগে মৃত্যু হয়েছে তাঁর। জানা গিয়েছে, মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ায় মন্ত্রীকে গুলি করেন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর গোপাল চন্দ্র দাস (ASI Gopal Chandra Das)।

রবিবার দুপুরে ঝাড়সুগুদা জেলার ব্রজরাজনগরের কাছে গান্ধী চকে রাজ্য পুলিসের এক অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর তাঁকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়েন। সেখানেই মাটিতে পড়ে যান মন্ত্রী। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে এয়ারলিফট করে ভুবনেশ্বরেও নিয়ে যাওয়া হয়। এত কিছুর পরেও হয়নি শেষরক্ষা। এদিকে অভিযুক্ত পুলিসকর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

দুপুর একটার দিকে ঝাড়সুগুদা জেলার ব্রজনগরে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন নবকিশোর দাস। সেই সময় নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালায় ওড়িশা পুলিসের এক অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর। গুলি চালানোর সঠিক কারণ কী, তদন্ত করে দেখছে পুলিস।

ঘটনার পর অভিযুক্ত এএসআইয়ের স্ত্রী জয়ন্তী দাস বলেন, 'ঘটনার দিন সকালেও মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন। ৭-৮ বছর থেকে মানসিক অসুস্থতার কারণে চিকিৎসা চলছিল গোপালের। তবে ওষুধ খেলে সুস্থ থাকতেন। পাঁচ মাস আগে শেষবার বাড়ি এসেছিলেন।' এখন প্রশ্ন উঠছে মানসিক অসুস্থতা থাকা সত্ত্বেও তাঁর কাছে রিভলবার কেন দেওয়া হল? তাঁকেই বা কেন নিরাপত্তার দায়িত্বে পাঠানো হল?






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন